‘কথা দিলে কথা রাখি, ইন্ডিয়া জোট জিতলে গ্যাসের দাম ৫০০ টাকা করে দেওয়া হবে’, প্রতিশ্রুতি অভিষেকের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর পেরোলেই লোকসভা নির্বাচন। তার আগে বড় ঘোষণা করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিলেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে ইন্ডিয়া জোট জিতলে গ্যাসের দাম ৫০০ টাকা করে দেওয়া হবে।’
বলে রাখি, দিনকয়েক আগে মোদী সরকার রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছে। এটিকে রাখী বন্ধনে বোনেদের জন্য নরেন্দ্র মোদীর উপহার বলে দাবি করেছে বিজেপি।
অভিষেক বলেন, ‘গণতন্ত্রে মানুষই সবথেকে ক্ষমতাশালী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল জিতেছিল, বিজেপি হেরেছিল। এরপর পেট্রোল, ডিজেলের দাম কমেছিল। আর বিজেপি জিতলে কী হবে? এই যে গ্যাসের দাম ২০০ টাকা কমিয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির জিতলে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে ৩০০০ টাকা হবে। আর ইন্ডিয়া জোট জিতলে রান্নার গ্যাসের দাম ৫০০ টাকা করা হবে। এটা আমাদের প্রতিশ্রুতি। কথা দিলে কথা রাখি।’