Friday, May 17, 2024
রাজ্য​

‘চুরির টাকায় ভাগ না পেলে পুলিশও রাস্তায় বসত’, একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ রুদ্রনীলের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে পুলিশকে একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।

রুদ্রনীল ঘোষ বলেন, ‘ডিএ পাচ্ছে না বলে সরকারি কর্মীরা রাস্তায় বসে। কিন্তু পুলিশ রাস্তায় বসে নেই। কারণ ওরা চোরেদের পাহারা দেয়। চুরির টাকায় ভাগ না পেলে পুলিশও রাস্তায় বসত।’

রুদ্রনীল ঘোষ আরও বলেন, ‘এখানে থিক থিক করছে পুলিশ। ওদের দিকে তাঁকাতে খারাপ লাগে। জানেন রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না। তারা ভাতা পাচ্ছেন না বলে রাস্তায় বসে। কিন্তু পুলিশ রাস্তায় বসে নেই। কারণ ওরা চোরেদের পাহারা দেয়। চোরেদের চুরি করা টাকা ভাগ যদি না পেত তাহলে ওরাও রাস্তায় বসত। এটাই প্রমাণ দেয় ওরা আপনাদের চুরি করা টাকা বাড়িতে রাখে।’

রুদ্রনীল ঘোষ বলেন, ‘বাপ মা, বোন নেই। ঘুষের টাকা নিয়ে যখন বাড়িতে গিয়ে জামাটা খুলে খেতে বসিস তখন জিজ্ঞাসা করে না, বাবা এটা কি চুরির টাকার ভাগ!’