মহাকালেশ্বর মন্দিরে ভক্তি ভরে পুজো দিলেন সারা আলি খান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত শনিবার, ২৪ জুন মধ্যপ্রদেশের উজ্জয়িনের মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। গোলাপী রঙের শাড়িতে মাথায় ঘোমটা টেনে পুজো করতে দেখা যায় সইফ-অমৃতা কন্যা সারাকে। যে ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই মৌলবাদীদের রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
#WATCH | Actor Sara Ali Khan offered prayers at Shree Mahakaleshwar Temple in Madhya Pradesh’s Ujjain, today pic.twitter.com/IwFhunIsTO
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) June 24, 2023
তবে এটাই প্রথম নয়, আর আগেও বারাণসীর ঘাটে আবার কখনও বৈষ্ণোদেবী দর্শনে গিয়ে ভক্তি ভরে পুজো করতে দেখা যায শর্মিলা ঠাকুরের নাতনিকে।