যোগী রাজ্যে এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ গুফরান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে। পুলিশি এনকাউন্টারে খতম কুখ্যাত অপরাধী। মঙ্গলবার ভোরে ২৭ বছর বয়সী গ্যাংস্টার মহম্মদ গুফরানের (Mohammad Gufran) মৃত্যু হয়েছে। জানা গেছে, খুন-সহ মোট ১৩টি অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার মাথার দাম ধার্য করা হয়েছিল ১.২৫ লাখ টাকা। মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুফরানের মৃত্যু হয়।
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, ‘গোপন সূত্রে আমরা খবর পাই গুরফান কৌশাম্বী জেলায় গা ঢাকা দিয়েছে। টাস্কফোর্সের একটি দল কৌশাম্বীর সমদা সুগার মিলের কাছে গুরফানের ডেরায় হানা দেয়।’
Uttar Pradesh | A criminal identified as Mo. Gufran has been killed in an encounter with UP STF near the Samda sugar mill of Manjhanpur, Kaushambi. He was carrying a reward of Rs 1,25,000: SP Kaushambi Brijesh Srivastava pic.twitter.com/iUdihy1yCe
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 27, 2023
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৫ টা থেকে গুফরানের ডেরায় তল্লাশি শুরু করে স্পেশ্যাল টাস্কফোর্স। পুলিশের উপস্থিতি টের পেয়েই গুলি ছুঁড়তে শুরু করে গুরফান। পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করে সে। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই গুরুতর জখম হয় কুখ্যাত এই গ্যাংস্টার।
হাসপাতালে নিয়ে গেলে কুখ্যাত অপরাধীর মৃত্যু হয়। গুফরানের কাছ থেকে একটি ৩২ বোরের পিস্তল উদ্ধার করেছেন এসটিএফ।