Sunday, May 19, 2024
বিনোদন

অবৈধ নির্মাণ হলে আগে কেন ভাঙা হল না কঙ্গনার অফিস? শিবসেনার সঙ্গে বাকযুদ্ধের পরেই কেন ভাঙা হল?

মুম্বাই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন অভিনেত্রী। এরপরই কঙ্গনার বিরুদ্ধে ক্ষেপে যায় শিবসেনা। মঙ্গলবারই বৃহন্মুম্বই পুরসভা নোটিশ জারি করে জানায়, কঙ্গনার অফিসে নাকি বেশ কিছু কাঠামোগত নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যেই কঙ্গনার অফিসে হাজির হয় বিএমসির আধিকারিকরা। পৌঁছায় মুম্বাই পুলিশের বিশাল বাহিনী। শুরু হয় অফিস ভাঙার কাজ। বুধবার দুপুর ১ টা নাগাদ সেই কাজ শেষ করে বেরিয়ে যায় বিএমসির দল।

বিএমসি তাঁর অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ায় ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। মহারাষ্ট্র সরকারের সঙ্গে গত কয়েকদিন ধরে প্রকাশ্যে বাকযুদ্ধ জড়িয়েছেন কঙ্গনা। এর মাঝেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কঙ্গনার অফিস। কঙ্গনার দাবি, বিএমসির এই কাজ বেআইনি। তাঁর অফিসে কোনও অবৈধ কাঠামো ছিল না।

এরপরেই নেটিজেনদের প্রশ্ন অবৈধ কাঠামো থাকলে আগে কেন ব্যবস্থা নেওয়া হলো না। মহারাষ্ট্র সরকারের সঙ্গে বাকযুদ্ধ জড়ানোর পরেই কেন এই পদক্ষেপ নেওয়া হল ?

সুশান্ত সিং মামলায় অসহযোগিতার অভিযোগে মুম্বাই পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কঙ্গনা। এরপর মুম্বাইকে ‘মিনি পাকিস্তান’ বলার পর শিবসেনা সরকার এমন প্রতিশোধমূলক কাজ করবে বলে আগেভাগেই আঁচ পান কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, মুম্বাইয়ে অফিস গড়ার স্বপ্ন এবার ভেঙে দেওয়া হবে। সব মিলিয়ে সুশান্ত সিং মামলা থেকে ক্রমেই মহারাষ্ট্রে ফোকাস ঘুরতে শুরু করেছে কঙ্গনা বনাম শিবসেনার যুদ্ধের দিকে।

উল্লেখ্য, বুধবার দুপুরে বম্বে হাইকোর্ট রায়ে জানিয়েছে, কঙ্গনা রানাওয়াতের অফিস ভাঙা যাবে না। কিন্তু ততক্ষণে পালি হিলসে অবস্থিত কঙ্গনার মনিকর্নিকা ফিল্মসের অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা।