Sunday, May 19, 2024
বিনোদন

ভেঙে গুঁড়িয়ে দেওয়া শেষ, তারপর এল বম্বে হাইকোর্টের কঙ্গনার অফিস না ভাঙার নির্দেশ

মুম্বাই: অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মনিকর্নিকা ফিল্মসের অফিস না ভাঙার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। মঙ্গলবার কঙ্গনার অফিসের সামনে নোটিশ ঝোলায় বৃহন্মুম্বই পুরসভা। এরপর অভিনেত্রী বম্বে হাইকোর্টের দারস্থ হয়। কিন্তু হাইকোর্টের নির্দেশ আসার আগেই পালি হিলে কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু করে দিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা (Brihanmumbai Municipal Corporation সংক্ষেপে BMC)। তবে বম্বে হাইকোর্টের নির্দেশে আপাতত সেই কাজ বন্ধ রাখতে হবে তাদের।

পাশাপাশি, বুধবার আদালতে মুম্বাই পুরসভা কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত। বম্বে হাইকোর্ট জানিয়েছে, বিএমসিকে অবিলম্বে কঙ্গনার সম্পত্তি ভাঙার কাজ বন্ধ করতে হবে।

কঙ্গনার আইনজীবী জানিয়েছেন, বিএমসিকে দুপুর ৩টার মধ্যে অভিনেত্রীর পিটিশনের জবাব দিতে বলা হয়েছে। সেই সময় বিচারপতি এসজে কাথাওয়াল্লার বেঞ্চে এই মামলার শুনানি ফের শুরু হবে।

কঙ্গনার আইনজীবী জানান, আমরা বম্বে হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলাম, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল। বিএমসির নির্মাণ ভাঙার কাজে অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দাবি জানানো হয়েছিল পিটিশনে।

বৃহন্মুম্বই পুরসভার এই কর্মকান্ডকে কঙ্গনা ‘পাকিস্তান…গণতন্ত্রের অপমৃত্যু’ বলে উল্লেখ করেছেন। এদিন মুম্বাই পুলিশের বিশাল বাহিনী কঙ্গনার অফিসে পৌঁছয়। শুরু হয় অফিস ভাঙার কাজ। দুপুর ১ টা নাগাদ অফিস ভাঙার কাজ শেষ করে বেরিয়ে যায় বিএমসির দল।