Sunday, May 19, 2024
বিনোদন

কঙ্গনাকে মুম্বাই পুলিশ সহযোগিতা না করলে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি: মহারাষ্ট্র সরকারের সঙ্গে প্রকাশ্যে বাকযুদ্ধ জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মুম্বাই প্রবেশ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জও জানিয়েছিলেন কঙ্গনা। যার ফলশ্রুতিতে বুধবার বৃহন্মুম্বই পুরসভার প্রযোজনা সংস্থা মনিকর্নিকা ফিল্মসের অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছে। কঙ্গনার দাবি, বিএমসির এই কাজ বেআইনি। তাঁর অফিসে কোনও অবৈধ নির্মাণ ছিল না। কঙ্গনা এই ঘটনাকে ‘গণতন্ত্রের অপমৃত্যু’ বলে উল্লেখ করেছেন।

টুইটারে ক্ষোভ উগরে দিয়ে কঙ্গনা বলেন, উদ্ধব ঠাকরে তোর কী মনে হয়.. তুই ফিল্ম মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে আমার ঘর ভেঙে প্রতিশোধ নিলি? সময়ের চাকা ঘুরবে। তুই আজ আমার ঘর ভেঙেছিস, কাল তোর অহংকার ভাঙবে। তুই আমার উপর একটা উপহারই করলি। আমি আজ উপলব্ধি করতে পারলাম যে কাশ্মীরি পন্ডিতদের সঙ্গে কি ঘটেছিল। আমি আজ আমার দেশবাসীকে কথা দিচ্ছি আমি শুধু অযোধ্যা নয় কাশ্মীর নিয়েও ছবি তৈরি করব। এবং দেশবাসীকে সচেতন করব। উদ্ধব ঠাকরে, এটা ভালো হল যে এই নৃশংস কাজ, এই সন্ত্রাস আমার সঙ্গে ঘটল। এর নিশ্চয় কোনও কারণ আছে। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।

তীব্র এই বাকযুদ্ধের মধ্যেই বুধবার মুম্বাই পৌঁছছেন কঙ্গনা রানাওয়াত। যার ফলে উপর হামলার আশঙ্কা বেড়ে গিয়েছে। ইন্টেলিজেন্স এজেন্সি ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অবিহিত করেছে। উল্লেখ্য, কঙ্গনাকে আপাতত Y প্লাস ক্যাটাগরির সুরক্ষা প্রদান করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

ওয়াই প্লাস সুরক্ষায় দু’‌জন বন্দুকধারি (‌আরও চার জন রোটেশনে)‌ সব সময় সঙ্গে ঘোরে। এক জন (‌রোটেশনে আরও চার জন)‌ বাড়িতে থাকে। তিনটি শিফটে মোট ১৫ জনের মতো সুরক্ষার দায়িত্বে থাকে।

সুত্রের খবর, মুম্বাই পুলিশ অভিনেত্রীকে সহযোগিতা না করলে Y+ সুরক্ষা প্রদান করা সিআরপিএফ এর কম্যান্ডোর টিম স্বরাষ্ট্র মন্ত্রালয়কে সরাসরি রিপোর্ট করবে। আইবি অথবা CRPF থেকে কঙ্গনার বিপদ নিয়ে কোন রিপোর্টের খবর পেলেই স্বরাষ্ট্র মন্ত্রক আরও সুরক্ষা বাড়াবে। কঙ্গনাকে Z ক্যাটাগরির সুরক্ষাও দেওয়া হতে পারে। প্রসঙ্গত, জেড প্লাস সুরক্ষায় ১০ জন বন্দুকধারি সঙ্গে ঘোরে। বাড়িতে থাকে আরও দুই (‌সঙ্গে আরও আটজন)‌।