Sunday, May 19, 2024
বিনোদন

৫ হাজার দিনমজুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাচ্ছেন বিবেক ওবেরয়

মুম্বাই: প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে সমস্যায় পড়েছেন খেটে-খাওয়া দিনমজুররা। লকডাউনের জেরে তাঁদের কর্মসংস্থান বন্ধ। ফলে খাবারের সংস্থানও নেই তাঁদের। এই অবস্থায় তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের বিভিন্ন স্তর ও পেশার মানুষ। অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও তাঁদের পাশে দাঁড়িয়েছেন। সেলেব থেকে শুরু করে ক্রিকেটার পাশে দাঁড়িয়েছেন তাঁদের। অক্ষয় কুমার, সৌরভ গঙ্গোপাধ্যায়, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান-সহ অনেক বলিউড তারকা দিনমজুরদের জন্য খাবার পাঠাচ্ছেন। এবার সেই তালিকায় যোগ হলেন বিবেক ওবেরয়ও।

দেশের এই কঠিন পরিস্থিতিতে ৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিয়েছেন অভিনেতা বিবেক ওবেরয়। অভিনেতা বলেন, টানা লকডাউনের জেরে অনেক দিন ধরে দিনমজুররা কাজে যেতে পারছেন না। রোজগার না থাকায় না খেয়ে দিন কাটানোর মতো অবস্থা তাঁদের। পরিবার সন্তানদের খাবারের জন্য হাহাকার করছেন তাঁরা। তাই আমি ৫ হাজার শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

জানা গেছে, Support Aid & Assist The Helpless (SAATH) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাথে মিলিত হয়ে এই পদক্ষেপ নিয়েছেন বিবেক ওবেরয়। দেশের মোট ৫ হাজার দিনমজুরের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবেন বিবেক।

পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল দেশবাসীকে একে অন্যের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতো সবাই যেন  দিনমজুরদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই আহ্বান জানান বিবেক ওবেরয়।