Sunday, May 19, 2024
দেশ

১ জুলাই থেকে শুরু CBSE-র দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা

নয়াদিল্লি: মারণ করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন। যার জেরে থমকে গেছে গোটা দেশ। থমকে গেছে পড়ুয়াদের স্কুল-কলেজের পঠনপাঠনও। তবে ধীরে ধীরে লকডাউন তুলে ক্রমশ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করা হচ্ছে। এবার পড়ুয়াদের স্থগিত থাকা পরীক্ষাও অনুষ্ঠিত হতে চলেছে।

কেন্দ্রীয় মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) বাকি থাকা পরীক্ষাগুলো জুলাই মাসের প্রথম ভাগেই নেওয়া হবে। ধোঁয়াশা কাটিয়ে একটা বিষয় স্পষ্ট, দেশ করোনামুক্ত না হলেও একে সঙ্গী করেই সাস্থ্যবিনি বজায় রেখে এবার পঠনপাঠনও চালু করা হবে। আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা।

দশম এবং দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষাই এই সময়ের মধ্যে নেওয়া হবে। তবে পরীক্ষার সূচি এখনও প্রকাশ করা হয়নি। শুক্রবার সন্ধ্যায় পরীক্ষার নির্ঘন্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।


প্রসঙ্গত, গত ২৫ মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউন জারি করা হয়। পড়ুয়াদের সুরক্ষার্থে ১৬ মার্চ থেকে স্কুল-কলেজ-সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। সবরকমের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এর আগে গত মঙ্গলবারই জয়েন্ট এনট্রান্স ও নেট পরীক্ষা দিনক্ষণ ঘোষণা করে কেন্দ্র। এবার CBSE-র বোর্ড পরীক্ষা নির্ঘন্ট প্রকাশ করল কেন্দ্র।