Saturday, May 4, 2024
রাজ্য​

‘জোর করে দখল করে রাখা জমি ফেরত দিন’, অমর্ত্য সেনকে চিঠি বিশ্বভারতীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েকদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন। এবার জমি দখল করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বিশ্বভারতীর অভিযোগ, অমর্ত্য সেন বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিম্যাল জায়গা দখল করে রেখেছেন।

বিশ্ববিদ্যালয় আরও বলেছে, অমর্ত্য সেন বিশ্ববিদ্যালয়ের দাবি যাচাই করতে চাইলে তাঁরা জমির জরিপ করতে প্রস্তুত। চিঠিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রেকর্ড এবং ফিজিক্যাল সার্ভে/সীমানা থেকে পাওয়া গিয়েছে অমর্ত্য সেন বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি জোর করে দখলে রেখেছেন।’

যদিও এর আগে অমর্ত্য সেন বিশ্বভারতীর এই দাবিকে ‘কল্পনাপ্রসূত’ বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ‘তাঁর বাবা বাজার থেকেই ওই জমি কিনেছেন। সেই জমি নিয়ে ৫০ বছর পর কেন হঠাৎ বিতর্ক, সেটা তাঁর বোধগম্য হচ্ছে না।’ তবে বিশ্ববিদ্যালয় চিঠিতে স্পষ্ট বলেছে, ‘জমি মাপা হোক। তাহলেই সমস্ত সত্যিটা জানা যাবে।’