Saturday, May 4, 2024
দেশ

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী বিশাখাপত্তনম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের রাজধানী বিশাখাপত্তনম। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এই ঘোষণা করেছেন। দিল্লিতে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক অ্যালায়েন্সের সভায় এই ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, ‘‘আমি আপনাদের বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাই। আগামী দিনে বিশাখাপত্তনমই অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসাবে গড়ে উঠবে। আমি নিজেও বিশাখাপত্তনমে স্থানান্তর করছি। কয়েকমাসের মধ্যেই সেখােন চলে যাব।’’

বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘‘বিশাখাপত্তনমে আগামী ৩ ও ৪ মার্চ একটি গ্লোবাল ইনভেস্টার সামিট আয়োজন করতে চলেছি। আমি আপনাদের সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি বিশ্বের উদ্যোগপতিদেরও সেখানে উপস্থিত থাকতে অনুরোধ করার আবেদন জানাচ্ছি। আপনারা উপস্থিত হলে বুঝতে পারবেন, আমাদের রাজ্য কতটা শিল্পবন্ধু ও কত সহজে সেখানে বাণিজ্য করা সম্ভব।’’

উল্লেখ্য,বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। বিতর্কের মধ্যে গত বছরের নভেম্বরে জগন রেড্ডি সরকার AP Decentralization and Inclusive Development of All Regions Act, 2020 আইনটি প্রত্যাহার করে নেয়।