Thursday, April 25, 2024
রাজ্য​

আমি কখনও দাবি করিনি নোবেল পেয়েছি: অমর্ত্য সেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বিশ্বভারতী তার বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ তুলেছে। বিশ্বভারতের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty) বলেছেন, ‘অমর্ত্য সেন নোবেল লরিয়েট নন, উনি নোবেল প্রাইজ পাননি। উনি নিজে দাবি করেন নোবেল প্রাইজ পেয়েছেন।’ এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অমর্ত্য সেন।

বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যের কড়া জবাব দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি বলেন, ‘আমি কখনও দাবি করিনি নোবেল পেয়েছি।’ উপাচার্যর দাবি শুনে কয়েকদিন আগে হেসে অমর্ত্য সেন বলেন, ‘এই নিয়ে কিছু বলার নেই।’

এদিন অমর্ত্য সেন বলেন, ‘উপাচার্য তো অনেক কথাই বলে থাকেন। উপাচার্য বলেন, আমি নোবেল পেয়েছি বলে দাবি করি। একি মিথ্যা বার বার বলতে থাকেন। বলতে হয়, উনি নিজের প্রতি খুব সুবিচার করছেন না।’

বিশ্বভারতীর উপাচার্য বলেছিলেন, ‘অর্থনীতিতে যাঁরা নোবেল পান, তাঁরা আদতে নোবেল মেমোরিয়াল পুরস্কার পান।’ অমর্ত্য সেন বলেন, ‘আমি কখনও দাবি করিনি আমি নোবেল পেয়েছি।’