Friday, May 17, 2024
বিনোদন

রাস্তার বিড়াল-কুকুরদের জন্য অ্যানিম্যাল ওয়েলফেয়ার শেল্টার খুললেন বিরাট-অনুষ্কা

মুম্বাই: বিরাট কোহলি ও  তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মার পশুপ্রেমের কথা কারও অজানা নয়। প্রাণীদের প্রতি হিংসার ঘটনার বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে বিরাট-অনুষ্কাকে। এবার রাস্তার কুকুরদের জন্য মুম্বাইয়ে দুটি শেল্টার খুললো বিরাট কোহলির দাতব্য সংস্থা।

৪ এপ্রিল বিশ্ব পথপ্রাণী দিবসে রাস্তার ঘুরে বেড়ানো প্রাণীদের জন্য নিরাপদ আস্তানা গড়ে তুলতে প্রাণীদের স্বাস্থ্যসেবা সংস্থা ভিভালডিস অ্যানিম্যাল হেল্থ এবং আওয়াজ স্ট্র’র সঙ্গে হাত মিলিয়েছে বিরাট কোহলি ফাউন্ডেশন। পথপ্রাণীদের চিকিৎসা সেবা ও নিরাপদ আশ্রয় গড়ে তোলার জন্য একত্রে কাজ করবে এই তিন সংস্থা।

টুইটে কোহলি লিখেছেন, রাস্তাঘাটে ঘুরে বেড়ানো পশুদের জন্য নিরাপদ আস্তানা গড়ার ইচ্ছা তাঁর বহুদিনের। শেষ পর্যন্ত সেই ব্যবস্থা করতে পেরে খুব খুশি। এজন্য আমার স্ত্রী অনুষ্কাকে ধন্যবাদ জানাতে চাই। অ্যানিম্যাল রাইটসের প্রতি ওর যে প্যাশন আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। শহরের রাস্তার কুকুর, বেড়ালদের নিরাপদ রাখতে চাই।


পথকুকুর ও ভ্রাম্যমাণ প্রাণীদের অত্যন্ত ভালোবাসেন অনুষ্কা শর্মা। শুধু মুম্বাই শহর নয়, এর দেশের বিভিন্ন শহরে প্রাণীদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে কাজ করছেন অনুষ্কা।