Monday, November 17, 2025
দেশ

প্রস্তুত ১১ জন ‘সুইসাইড বম্বার’, যোগী- শাহকে খুনের হুমকি

নয়াদিল্লি: অমিত শাহ এবং যোগী আদিত্যনাথকে খুনের হুমকি মেইল। এমনই হুমকি মেইল পাঠানো হয়েছে সিআরপিএফ (CRPF) দফতরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি শিবিরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর পরে অমিত শাহই সবথেকে জনপ্রিয়। অন্যদিকে, অমিত শাহের (Amit Shah) পরেই জনপ্রিয়তায় এগিয়ে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। যিনি হিন্দুত্বের পোস্টার বয় বলে সমধিক পরিচিত। তাছাড়া সমীক্ষায় বিশ্বের সবথেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী তালিকায় যোগী আদিত্যনাথের নাম কয়েকবার উঠে এসেছে।

তবে ওই মেইলে কেবল যোগী ও অমিত শাহকে খুনের হুমকিই নয়, সেই সঙ্গে দেশজুড়ে ধর্মীয় স্থান ও গুরুত্বপূর্ণ স্থানগুলিতেও ধারাবাহিক হামলার হুমকি দেওয়া হয়েছে। দেশের দুই হেভিওয়েট নেতার খুনের হুমকির ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন প্রশাসন।

ওই মেইলে দুই নেতাকে হত্যার হুমকি প্রসঙ্গে বলা হয়েছে, ১১ জন ‘সুইসাইড বম্বার’ (আত্মঘাতী জঙ্গি- যারা নিজেদের জীবনের পরোয়া না করে আত্মঘাতী বোমা হামলা করে থাকে) প্রস্তুত রয়েছে হামলা চালাতে। হুমকি মেইল পাওয়ার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি, কে বা কারা কারা এই মেইল পাঠিয়েছে, তা খুঁজে বের করতে চেষ্টা চালানো হচ্ছে।

ইতিমধ্যেই সংশ্লিষ্ট এজেন্সিগুলিকে এই মেল সম্পর্কে অভিহিত করা হয়েছে। সতর্ক রয়েছে সিআরপিএফ। কেননা বর্তমানে পশ্চিমবঙ্গ-সহ দেশের কয়েকটি রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ নির্বাচনী প্রচারে যোগ দিচ্ছেন। তাই এই হুমকি বার্তা ঘিরে সতর্ক প্রশাসন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।