Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটেনের আদালত

লন্ডন: পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে (Vijay Mallya) দেউলিয়া ঘোষণা করল ব্রিটেনের আদালত। এর ফলে মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে সহজেই। সোমবার ব্রিটেনের আদালতের এই রায়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নেতৃত্বাধীন ১৩টি ভারতীয় ব্যাঙ্কের জোট বড় জয় পেল।

সোমবার ভার্চুয়াল শুনানির মাধ্যমে বিচারক মাইকেল ব্রিগস এই রায় ঘোষণা করেন। তিনি বলেন, আমি বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করছি। উল্লেখ্য, ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত ৬৫ বছর বয়সী বিজয় মালিয়া জামিনে বর্তমানে ব্রিটেনে রয়েছেন।

মালিয়া লণ্ডন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে খবর। এদিনের রায়ে মালিয়ার থেকে বকেয়া ঋণ উদ্ধারে ব্যাঙ্কগুলি বড় সাফল্য পেল বলে মনে করা হচ্ছে। কিংফিশারের জন্য মঞ্জুর হওয়া ৯ হাজার কোটি টাকার ঋণ ইচ্ছে করে শোধ করেননি বিজয় মালিয়া, এমনটাই অভিযোগ ব্যাঙ্কগুলির।

ঋণ না মিটিয়েই ব্রিটেনে পালিয়ে যান কিংফিশার এয়ারলাইন্সের কর্ণধার বিজয় মালিয়া। ইংল্যান্ডের আদালতে বিজয় মালিয়ার ভারতে প্রত্যার্পণ রোধের মামলার আর্জি খারিজ হয়ে যায়। ইডি জানিয়েছে, খুব শ্রীঘ্রই বিজয় মালিয়াকে ভারতে ফিরিয়ে আনা হবে। মোটামুটি সব আইনি জটিলতা শেষের দিকে। কেননা প্রত্যার্পণ ঠেকাতে ব্রিটেনের উচ্চ আদালতে আবেদন করেন মালিয়া। কিন্তু সেখানেও তিনি পরাজিত হয়েছেন।