Saturday, July 27, 2024
রাজ্য​

রাজ্যর ৩৬২০টি স্কুলে উচ্চমাধ্যমিকে ফেলের ঘটনা, প্রতিটা অভিযোগ শুনতে হবে, নির্দেশ সংসদের

কলকাতা: উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থান থেকে পড়ুয়াদের বিক্ষোভের খবর আসছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে রাজ্য সরকারকে দেওয়া রিপোর্ট অনুযায়ী, রাজ্যের ৩৬২০ স্কুল থেকে অকৃতকার্য হয়েছেন পড়ুয়ারা।

এদিকে, ফেল করায় রাজ্যের বিভিন্ন স্থানে স্কুলের গেটে তালা ঝুলিয়ে শিক্ষক-শিক্ষিকাকে আটকে রাখার ঘটনা, কোথাও আবার টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের অভিযোগ শোনার জন্য স্কুলগুলিকে নির্দেশিকা পাঠালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।

সংসদের পাঠানো নির্দেশিকায় সাফ বলা হয়েছে, সমস্ত স্কুলগুলিকে উচ্চমাধ্যমিকে অসন্তুষ্ট পড়ুয়াদের অভিযোগ শুনতে হবে। অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের ৩০ জুলাই থেকে স্কুল কর্তৃপক্ষের সাথে দেখা করে নিজেদের অভিযোগের কথা জানানোর কথা বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য ২৯ জুলাই সমস্ত স্কুল কর্তৃপক্ষকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক দফতরে ডাকা হয়েছে।

নির্দেশিকা

রিপোর্টে অনুযায়ী, কলকাতার ১৬৪ স্কুলের পড়ুয়ারা অকৃতকার্য হয়েছেন। উত্তর ২৪ পরগণা থেকে সবথেকে বেশি সংখ্যক পড়ুয়া অকৃতকার্য হয়েছেন। উত্তর ২৪ পরগনার প্রায় ৩৩০টি স্কুলের ছাত্র-ছাত্রীরা অকৃতকার্য হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার ২৭০ স্কুলের ছাত্র-ছাত্রীরা অকৃতকার্য হয়েছেন। পূর্ব মেদিনীপুরের প্রায় ৩২২টি স্কুলের ছাত্র-ছাত্রীরা অকৃতকার্য হয়েছেন। হাওড়া, নদীয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, পশ্চিম মেদিনীপুরের ২০০-র অধিক স্কুলের পরীক্ষার্থীরা ফেল করেছেন।

এছাড়া ঝাড়গ্রাম, কালিম্পং, দার্জিলিংয়ে সবথেকে কম সংখ্যক স্কুলে পড়ুয়ারা অকৃতকার্য হয়েছেন। রিপোর্ট অনুযায়ী, রাজ্যর ৩৬২০টি স্কুলের কোনও কোনও স্কুলে একজন, আবার কোনও কোনও স্কুলে দু’জন, আবার কোনও কোনও স্কুলে ৬০ জনের বেশিও ফেল করেছেন।