Friday, May 17, 2024
বিনোদন

দেখানো যাবে না ‘আদিপুরুষ’, এবার সিনেমা হলের ভিতরে ঢুকে তান্ডব হিন্দুত্ববাদী সংগঠনের (ভিডিও)

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিমধ্যেই আদিপুরুষ সিনেমা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক ছড়িয়েছে। অত্যন্ত নিম্নমানের সংলাপের জন্য ইতিমধ্যেই নেপালে‌ সিনেমাটির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিনেমাটির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে হিন্দু সেনা। তাঁদের অভিযোগ, এই সিনেমার মাধ্যমে ভগবান রাম, হনুমানের অপমান করা হয়েছে।


এবার আদিপুরুষের প্রর্দশন চলাকালীন মহারাষ্ট্রের পালঘরের নালাসোপারার সিনেমা হলে ঢুকে পড়েন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। দাবি জানান, আদিপুরুষের প্রর্দশন বন্ধ করতে হবে। যা নিয়ে মাল্টিপ্লেক্সের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। ফলে সিনেমা চলাকালীন উত্তেজনা সৃষ্টি হয়।