Wednesday, October 9, 2024
FEATUREDরাজ্য​

এখনও পর্যন্ত পঞ্চায়েত ভোটের বলি ৯ জন, মনোনয়ন তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে: অনির্বাণ গাঙ্গুলি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন স্থানে অশান্তির খবর পাওয়া গিয়েছে। বেসরকারি হিসেবে অনুযায়ী, এখনো পর্যন্ত পঞ্চায়েত ভোটের বলি হয়েছেন ৯ জন। যদিও রাজ্য নির্বাচন কমিশনের দাবি, এখনো পর্যন্ত প্রাণ হারাননি কেউ। এবার এ প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলকে বিধলেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি।


অনির্বাণ গাঙ্গুলি বলেন, “পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত মোট ৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ২০১৮ সালেও একই ঘটনা ঘটিয়েছিল তৃণমূল। তারা মানুষকে হুমকি দিয়ে মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে। মনোনয়ন তুলে নেওয়া যাবে ২০ জুন পর্যন্ত। তৃণমূল মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আর এই বিষয়ে শাসকদল তৃণমলকে হিংসা করতে সাহায্য করছে পুলিশ।”