Friday, May 17, 2024
দেশ

গাড়িতে জাত লেখা স্টিকার থাকলেই বাজেয়াপ্ত, নির্দেশ যোগী সরকারের

লখনউ: বিদ্বেষপূর্ণ এবং বৈষম্যমূলক প্রথায় রাশ টানতে এবার উদ্যোগী হল যোগী সরকার। উত্তরপ্রদেশ সরকার সাফ জানিয়ে দিল, গাড়িতে জাত লেখা স্টিকার লাগানো থাকলেই বাজেয়াপ্ত করা হবে। গত ২৪ ডিসেম্বর এ সম্পর্কিত নির্দেশিকা জারি করেছেন অ্যাডিশনাল ট্রান্সপোর্ট কমিশনার মুকেশ চন্দ্র।

অভিযোগ, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব ক্ষমতায় থাকাকালীন ২০০৩ থেকে ২০০৭ সালে গাড়িতে জাত লেখা স্টিকার তুমুল জনপ্রিয় হয়। গাড়ি আর বাইকে যাদব লেখা স্টিকার স্ট্যাটাসের প্রতীক হয়ে ওঠে। এছাড়া, যাদব, জাঠ, গুর্জর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়- এমনই আত্মপরিচয় প্রচার করা স্টিকার গাড়িতে লাগানো হয়।

জাত উল্লেখ করা স্টিকার গাড়ি কিংবা মোটর সাইকেল নিয়ে দেমাক দেখিয়ে থাকেন অনেকে। এহেন বিদ্বেষপূর্ণ ও বৈষম্যমূলক প্রথায় ইতি টানতে সক্রিয় হল উত্তরপ্রদেশ পুলিশ। কড়া নির্দেশে দেওয়া হয়েছে, জাতের স্টিকার লাগানো গাড়ি বাজেয়াপ্ত করার।

বিষয়টি বন্ধের জন্য প্রথম আবেদন করেন মহারাষ্ট্রের জনৈক শিক্ষক হর্ষল প্রভু। তাঁর দাবি, এহেন বৈষম্যমূলক স্টিকার সমাজে গঠনতন্ত্র ও আইনশৃঙ্খলার পরিপন্থী। তাই শীঘ্রই এই প্রথা বন্ধ করা হোক। এরপরেই প্রধানমন্ত্রীর দফতর নড়েচড়ে বসে। উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিয়ে কড়া নির্দেশ দেয় এই প্রথা বন্ধের।

উত্তরপ্রদেশ পরিবহণ দফতরের ডেপুটি কমিশনার ডিকে ত্রিপাঠী জানিয়েছেন, জাত লেখা স্টিকার গাড়িতে লাগানো যাবে না। কেউ গাড়িতে লাগাতে তার গাড়ি বাজেয়াপ্ত করা হবে। রাজ্য এনফোর্সমেন্ট টিম জানিয়েছে, প্রতি ২০টি গাড়ির মধ্যে একটি গাড়িতে এই ধরনের স্টিকার দেখা গিয়েছে। যোগী সরকারের নির্দেশ অনুযায়ী, জাত লেখা স্টিকার গাড়ি দেখলেই এবার থেকে আমরা কড়া ব্যবস্থা নেওয়া হবে।