Friday, May 17, 2024
Latestদেশ

প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা বানাচ্ছে উত্তরপ্রদেশ সরকার

লখনউ: অপচনশীল প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবিলা করাটাই এখন বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই লাখ লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে। যা জমা হচ্ছে পৃথিবীর বুকে। নয়তো গিয়ে পড়ছে সমুদ্রে। দিন দিন বেড়েই চলেছে। যা জীববৈচিত্র্যকি হুমকির মুখে ফেলে দেচ্ছে। এবার ফেলে দেওয়া প্লাস্টিক পণ্য রাস্তা বানানোর উদ্যোগ নিল যোগী সরকার।

যোগী সরকারের এই উদ্যোগের ফলে একদিকে পরিবে‌শে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ যেমন কমবে তেমনই রাস্তা বানানোর খরচও কমবে। উত্তর প্রদেশ সরকার আপাতত ১৫০০ কিলোমিটার রাস্তা তৈরির পরিকল্পনা নিয়েছে। চলতি অর্থবর্ষেই এই রাস্তা নির্মাণের কাজ শেষ করা হবে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (‌পিডব্লুডি)‌ এই রাস্তা তৈরির দায়িত্ব পেয়েছে। ১৫০০ কিমি রাস্তা তৈরিতে ব্যবহার করা হবে ২,০০০ টন ফেলে দেওয়া প্লাস্টিক।

পিডব্লুডির প্রধান সচিব নীতীন রমেশ গোকর্ণ জানিয়েছেন, গত বছর উত্তরপ্রদেশের যোগী সরকার গোটা রাজ্যে ১২টি রাস্তা প্লাস্টিক–বর্জ্য দিয়ে নির্মাণের পদক্ষেপ নিয়েছিল। আগামী বছর আরও বেশি রাস্তা প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করতে চায় রাজ্য।

উল্লেখ্য, প্রতি কিলোমিটার রাস্তা তৈরিতে সাধারণত ৯ টন বিটুমিন ও এক টন প্লাস্টিক বর্জ্য লাগে। এর ফলে প্রতি কিলোমিটারে এক টন বিটুমিন বেঁচে যায়। যাতে করে প্রায় ৩০ হাজার টাকা বেঁচে যায়। রাস্তা তৈরিতে সাধারণত ৬–৭ শতাংশ প্লাস্টিক বর্জ্য ও ৯২–৯৪ শতাংশ বিটুমিন ব্যবহার করা হয়।

প্রসঙ্গত, মাদুরাইয়ের থিয়াগরজার ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক শ্রী রাজাগোপালন বাসুদেবন প্রথম প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরির কৌশল দেখিয়েছিলেন। ২০০১ সালে বিটুমিনের মিশ্রণের সঙ্গে প্লাস্টিক বর্জ্য মিশিয়ে পরীক্ষামূলক ভাবে রাস্তা তৈরির পদ্ধতি দেখিয়েছিলেন তিনি।