চরম বেকাদায় তৃণমূল, এবার দল ছাড়লেন শুভেন্দু ঘনিষ্ঠ সোমনাথ ভুঁইঞা
হলদিয়া: আসন্ন বিধানসভা ভোটে বাংলা দখলের জন্য মরিয়া রাজ্যের সবগুলো দলই। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি নয়। ভোট যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। সেই সাথে বাড়ছে দলবদলের খেলা। এবার পূর্ব মেদিনীপুর তৃণমূলে ফের ভাঙন। দল ছাড়লেন হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূল সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য সোমনাথ ভুঁইঞা (Somnath Bhuiyan)।
তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারীকে চিঠি লিখে দলত্যাগের কথা জানিয়েছেন তিনি। একইসঙ্গে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীকেও। ব্যক্তিগত কারণকেই দল ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতা।
সূত্রের খবর, শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতা শীঘ্রই গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন। আগামী ২ জানুয়ারি মহিষাদলের দ্বারিবেড়াতে বিজেপির দলীয় কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে খবর।
উল্লেখ্য, গত লোকসভা ভোটে বিজেপি রাজ্যে ১৮টি আসন পাওয়ার পরে ঘাসফুল শিবিরে ভাঙন শুরু হয়। সম্প্রতি অমিত শাহের হাত ধরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের ফলে সেই ভাঙন আরও তীব্র হয়। একের পর এক নেতা তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন। ‘বেসুরো’ আরও অনেকে। সবমিলিয়ে ভোটের আগে বেকাদায় রাজ্যের শাসকদল তৃণমূল।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

