Wednesday, October 9, 2024
দেশ

যোগী রাজ্য উত্তরপ্রদেশে সিলেবাস থেকে বাদ মুসলিম লিগ নেতাদের আত্মজীবনী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার বদলানো হলো উত্তরপ্রদেশের রাজ্য সরকারি স্কুলগুলোর পাঠক্রম। যেখানে বিনয় দামোদর সাভারকর সহ ৫০ জন নেতার আত্মজীবনী যোগ করা হয়েছে। এদিকে, সিলেবাস থেকে মুসলিম লিগ নেতাদের আত্মজীবনী বাদ দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশ শিক্ষা দফতরের তরফে জানানো হয়, এই সিদ্ধান্তের ফলে দেশের স্বাধীনতায় যাদের অবদান অনস্বীকার্য তাঁদের আরও ভালোভাবে জানতে পারবে পড়ুয়ারা। সিলেবাসে যোগ করা হয়েছে বীর সাভারকর সহ ৫০ জনের আত্মজীবনী।

এদিকে যোগী সরকারের এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক স্বামী প্রসাদ মৌর্য। তাঁর দাবি, মুসলিম লিগ নেতাদের আত্মজীবনীও সিলেবাসে যুক্ত করা হোক।

স্বামী প্রসাদ মৌর্য বলেন, বেশকিছু মুসলিম নেতাও ভারতের স্বাধীনতায় যথেষ্ট অবদান রেখেছেন। তাই তাঁদের নামও সিলেবাসে যুক্ত থাকা উচিত।