‘মোদী আমার সন্তান,’ প্রধানমন্ত্রীকে ২৫ বিঘা জমি দিতে চান ১০০ বছর বয়সী ১৪ সন্তানের জননী মাঙ্গি বাই
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মধ্যপ্রদেশের বাসিন্দা ১০০ বছর বয়সী মাঙ্গি বাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর পুত্র বলেই সম্বোধন করেন। বৃদ্ধাই তাঁর ২৫ বিঘা জমি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান। ওই বৃদ্ধার ১৪জন সন্তান থাকা সত্ত্বেও তিনি মোদীকে তাঁর সন্তান হিসাবেই গণ্য করেন।
মঙ্গলবার মধ্যপ্রদেশে একদিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুস্তানের খবর অনুসারে জানা গেছে, ওই বৃ্দ্ধার বাড়ি মধ্যপ্রদেশের রাজগড় জেলার হরিপুরাতে। বৃ্দ্ধার বাড়ির দেওয়ালে তিনি মোদীর ছবি টাঙিয়ে রাখেন। যাতে তিনি প্রতিদিন ঘুম থেকে উঠেই মোদীর ছবি দেখতে পান।
বৃদ্ধা বলেন, ‘মোদী তাঁকে নানা ভাবে সহায়তা করেন। তিনি মোদীর সঙ্গে দেখা করতে চান। তাঁর ২৫ বিঘা জমি মোদীকে দিতে চান।’
তিনি জানান, ‘মোদী প্রতি মাসে তাঁকে গম আর পেনশন দেন। আমার ১৪টি সন্তান। মোদীও আমারই সন্তান। আমি ২৫ বিঘা জমি তাদের দিতে চাই। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।’
‘He is my son, he is getting me treated’: Impressed by PM Modi’s policies, 100-year-old Rajgarh woman vows to give her 25 bigha land to the prime minister & vote for BJP. Watch #viralvideo #MadhyaPradesh #Bhopal #Indore pic.twitter.com/LGIJzeeujr
— Free Press Madhya Pradesh (@FreePressMP) June 25, 2023
তিনি জানান, ‘মোদী যাতে দীর্ঘজীবী হন সেকারণে তিনি রোজ প্রার্থনা করেন। বহুবার আমি টিভিতে মোদীকে দেখেছি। আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আমায় কে পরিচয় করিয়ে দেবে। আমার সন্তানদের মধ্যে মোদী খুব স্পেশাল। তিনি বয়স্কদের সহায়তা করেন। আমাদের খাবার দেন তিনি।’
তিনি বলেন, ‘মোদীর সঙ্গে আমার দেখা হলে তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করব।’
বৃদ্ধা আরও বলেন, ‘পেনশনটা একটু বৃদ্ধির জন্যও আমি মোদীর কাছে অনুরোধ করব।’