Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

১০০০ চিনা নাগরিকের ভিসা বাতিল করল আমেরিকা

ওয়াশিংটন: ফের বিপাকে চিনা নাগরিকরা। এবার ১০০০-রও বেশি ছাত্রছাত্রী ও গবেষকের ভিসা বাতিল করল আমেরিকা। চিনা সেনার সঙ্গে যোগাযোগ এবং আমেরিকা তাদের নিজেদের নিরাপত্তার কারণ দেখিয়ে এইসব চিনা নাগরিকের ভিসা বাতিল করেছে। বুধবার সন্ধ্যায় এ কথা ঘোষণা করেন ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান চ্যাড উলফ।

চ্যাড উলফ বলেন, এর আগে চিনের ফিউশন মিলিটারি স্ট্র্যাটেজির সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ছাত্র ও গবেষকদের ভিসা ব্লক করা হয়েছিল। এরা বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে গবেষণার তথ্য চুরি করতে পারেন, এই আশঙ্কাতেই ভিসা বাতিল করা হয়।

চ্যাড উলফের অভিযোগ, আমেরিকার মাটিতে চিন অনৈতিক ব্যবসা এবং শিল্পক্ষেত্রে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। এছাড়া চিন আমেরিকার করোনাভাইরাস সংক্রান্ত গবেষণার তথ্যও চুরি করার চেষ্টা করেছে। পাশাপাশি, আমেরিকার উন্নত শিক্ষা ব্যবস্থার সুযোগ নিয়ে চিন স্ট‌ুডেন্ট ভিসা ব্যবস্থার অপব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

চ্যাড উলফ আরও অভিযোগ করেন, চিনে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার, উইঘুর মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে। তাই চিনা পণ্য আমেরিকার বাজারে রফতানিতেও বিধিনিষেধ আরোপ করা হবে।