বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন অ্যাথলিট পিংকি প্রামাণিক
কলকাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে টার্গেট করেছে বঙ্গ বিজেপি। তৃণমূলকে হারিয়ে প্রথমবার বাংলায় ক্ষমতায় আসতে মরিয়া গেরুয়া শিবির। আর সেজন্যই দলে টেনে নিচ্ছে একের পর পর মানুষকে। এবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন অ্যাথলিট পিংকি প্রামাণিক (Pinki Pramanik)। যার ফলে আরও শক্তিশালী হল বিজেপি। বৃহস্পতিবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পিংকি প্রামাণিকের হাতে দলীয় পতাকা তুলে দেন।
২০০৬ সালে এশিয়ান গেমসে সোনা জয়লাভ করেছিলেন পিংকি। কমনওয়েথ গেমসের ৪০০ মিটার রিলেতে রূপো জিতেছিলেন তিনি। উল্লেখ্য, এর আগে অর্জুন পুরস্কার জয়ী জ্যেতির্ময়ী শিকদার বিজেপিতে যোগদান করেন। তাঁকে রাজ্য কর্মসমিতির সদস্য করা হয়েছে। এবার ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পিংকিকে দল কি দায়িত্ব দেওয়া হয় সেটাই দেখার। পুরুলিয়ার বাসিন্দা পিংকি বিজেপিতে যোগ দিতে পেরে খুবই খুশি।
প্রসঙ্গত, ২০১৪ সালে পিংকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তাঁরই এক বান্ধবী। এরপর পিংকিকে নিয়ে চরম বিতর্ক শুরু হয়। তাঁর লিঙ্গ নির্ধারণ নিয়ে তদন্তে নামে পুলিশ। তবে শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হন তিনি।


