Sunday, May 5, 2024
খেলা

‘বিশ্বের সেরা যুদ্ধবিমান পেল বিশ্বের শ্রেষ্ঠ পাইলটদের’, রাফায়েলের অন্তর্ভুক্তিতে উচ্ছ্বসিত ধোনি

নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনায় রাফায়েল যুদ্ধবিমানের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় প্যারামিলিটারির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি। ধোনি আশা প্রকাশ করেছেন, পরিষেবার নিরিখে রাফায়েল যুদ্ধবিমান মিরাজ ২০০০-কে টেক্কা দেবে। টুইটে রাফায়েলের পাশাপাশি, ভারতীয় বায়ুসেনারও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

টুইটে ধোনি লিখেছেন, বিশ্বের ৪.৫ জেনারেশনের সেরা যুদ্ধবিমান হিসেবে প্রমাণিত রাফায়েলে এবার বিশ্বের শ্রেষ্ঠ ফাইটার পাইলটদের হাতে এল৷ আমাদের পাইলটদের হাতে রাফায়েল আসায় এবং অন্যান্য যুদ্ধবিমানগুলির সাহায্যে শক্তিশালী হবে ভারতীয় বায়ুসেনা!

টুইটে ধোনি আরও লিখেছেন, বায়ুসেনার গর্ব ১৭ স্কোয়াড্রনকে (‌গোল্ডেন অ্যারোজ) অনেক শুভেচ্ছা।‌ আশা করি, রাফায়েল যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর অসাধারণ রেকর্ডকেও ছাপিয়ে যাবে৷ তবে এখনও আমার সবচেয়ে পছন্দের সুখোই–৩০। তাহলে এবার ডগফাইটের জন্য নতুন লক্ষ্য পাওয়া গেল।

উল্লেখ্য, বৃহস্পতিবার আম্বালা বিমানঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রনে (গোল্ডেন অ্যারোজ) অন্তর্ভুক্ত হল ৫টি রাফায়েল যুদ্ধবিমান। জলকামান স্যালুটের মাধ্যমে ভারতীয় বায়ুসেনায় স্বাগত জানানো হয় রাফায়েল যুদ্ধবিমানকে।