Saturday, May 18, 2024
দেশ

ইরানে বন্দর নির্মাণে ভারতকে ছাড় যুক্তরাষ্ট্রের; প্রধান কারিগর মোদী

নয়াদিল্লি: গত ৪ নভেম্বর ইরানের তেল বিক্রির ওপরে নিষেধাজ্ঞা জারি করছে ট্রাম্প প্রশাসন। তা কার্যকর করা হয়েছে ৫ নভেম্বর থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি, ইরান থেকে তেল নিলে সেই দেশ বা সংস্থাকে এখন থেকে সামলাতে হবে মার্কিন হুমকি। ইরানের জ্বালানি সংস্থাকে আর্থিক ভাবে কোণঠাসা করাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। এদিকে ওমান উপসাগরে চাবাহার বন্দর তৈরিতে আগে থেকেই কাজ করছিল ভারত। তাই এই বন্দরেভারতের কর্মকাণ্ডে কী প্রভাব পড়বে, তা নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ভারত এই বন্দর নির্মাণের কাজ চালিয়ে যেতে পারবে বলে আশ্বাস দিল ট্রাম্প প্রশাসন।

ইরানের উপকূলে ওমান উপসাগরে চাবাহার বন্দর তৈরিতে ২০১৬ থেকেই সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। এই বন্দর তৈরি হলে পাকিস্তানের স্থলপথ ও জলপথ ব্যবহার না করেই সরাসরি যুক্ত হয়ে যাবে ভারত ও আফগানিস্তান। তাই ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় চাবাহার বন্দরের কাজ ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

তবে গত সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী চাবাহার বন্দরে নির্মাণ কাজ চালিয়ে যেতে ছাড়পত্র দিয়েছেন। আফগানিস্তানের উন্নতির জন্য এই বন্দর খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া এই বন্দর থেকে পণ্য পরিবহনের জন্য রেলপথ তৈরির কাজও চলবে আগের মতই।

প্রসঙ্গত, ২০১৬ সালে চাবাহার বন্দর তৈরিতে চুক্তিবদ্ধ হয় ভারত, ইরান ও আফগানিস্তান। তিনটি দেশের মধ্যে অবাধ পণ্য পরিবহণই ছিল এই চুক্তির উদ্দেশ্য। এই মুহূর্তে আফগানিস্তানে উন্নয়নের কাজে জড়িত বেশ কিছু ভারতীয় সংস্থা।