Thursday, September 19, 2024
খেলা

ভারতকে সমর্থন না করলে দেশ ছাড়ার পরামর্শ কোহলির

নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টি-২০ সিরিজে বিশ্রামে আছেন অধিনায়ক বিরাট কোহলি। গত সোমবার ছিল বিরাটর ৩০তম জন্মদিন। এই উপলক্ষ্যে নতুন একটি অ্যাপের জন্য একটি প্রমোশনাল ভিডিও ছেড়েছেন কোহলি। সেই ভিডিওতে এক ভক্তের কমেন্ট দেখে হঠাৎ রেগে যান তিনি।

ওই ভক্ত কোহলিকে নিয়ে লিখেছিলেন, তিনি এমন একজন ব্যাটসম্যান যাকে বেশি মূল্যায়ন করা হচ্ছে। তাঁর ব্যাটিংয়ে আলাদা কিছু নেই। আমি বরং এই ভারতীয়দের বদল ইংলিশ আর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের খেলা দেখতে পছন্দ করি।

জবাব কোহলি লিখেন, আমি মনে হয়, আপনার ভারতে থাকাই উচিত নয়। অন্য কোথাও গিয়ে সেখানে থাকা শুরু করুন। কেন আপনি আমাদের দেশে বাস করছেন, যদি অন্য দেশকেই ভালোবাসবেন? আমাকে পছন্দ না-করাটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেশকে না ভালোবেসে অন্য দেশকে পছন্দ করলে এখানে থাকাটাও উচিত নয়।

ফ্যানেদের সম্পর্কের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। একজন লিখেছেন, কোন নাগরিককে দেশ ছেড়ে যেতে বলার অধিকার আপনার নেই কোহলি। আরেকজনের মন্তব্য, আমি নিজের অগ্রাধিকার ঠিক করে নিয়েছি। আমি আমেরিকায় চলে যাব, কারণ আমি ক্রিকেটকেই ঘৃণা করি।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিরাটকে বর্তমান ক্রিকেটের সুপারস্টার অ্যাখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। বিরাট কোহলির প্রশংসা শোনা গিয়েছে কিংবদন্তি ক্যারবিয়ান ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারার মুখেও।