Sunday, May 19, 2024
Latestদেশ

অযোধ্যায় প্রস্তাবিত রাম মন্দিরের ব্লু প্রিন্ট প্রস্তুত

অযোধ‌্যা: শনিবার অযোধ্যা মামলার রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী তিন মাসের মধ্যে তৈরি হবে ট্রাস্ট। এরপর শুরু মন্দির তৈরির প্রক্রিয়া। রায় ঘোষণার পর রাম মন্দির নির্মাণের জন্য তৎপর হয়েছে হিন্দু সংগঠনগুলি। বিশ্ব হিন্দু পরিষদের (VHP) সহযোগিতায় রাম জন্মভূমি ন্যায়াস খুব শীঘ্রই মন্দির তৈরিতে নেমে পড়বে বলে জানা গিয়েছে। তবে আপাতত শোনা যাচ্ছে, আগামী বছরের ২ এপ্রিল রামনবমীর দিন শুরু হতে পারে মন্দির নির্মাণের কাজ।

দীৰ্ঘ কয়েক বছর থেকে অযোধ্যায় রাম মন্দির নিয়ে কাজ করছে VHP। তাদের হাতে মন্দিরের একাধিক নকশা তৈরি আছে। এর মধ্যে একটি নকশা নিয়ে সহমতে আসা হয়েছে বলে খবর। জানা গেছে, সেই অনুসারে তৈরি হয়ে গিয়েছে মন্দির তৈরির ব্লু প্রিন্ট। মন্দির ওয়ার্কশপের প্রধান জানিয়েছেন, VHP-র  তৈরি নকশা অনুসারে কাজ চললে মন্দির নির্মাণে অন্তত পাঁচ বছর সময় লাগবে।

গত নয়ের দশকে VHP অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ওয়ার্কশপ তৈরি করেছে। প্রতিদিন ৮ ঘণ্টা এখানে পাথর ও মার্বেল খোদাইয়ের কাজ চলে। তার পরেও গত তিন দশকে মাত্র অর্ধেক কাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। অযোধ্যার মন্দির ওয়ার্কশপে এখনও পর্যন্ত ২১২টি স্তম্ভের মধ্যে মাত্র ১০৬টি কাজ শেষ হয়েছে।

জানা গেছে, প্রস্তাবিত রাম মন্দিরটি ১২৮ ফুট উঁচু হবে। এর দৈর্ঘ্য হবে ২৭০ ফুট এবং প্রস্থ হবে ১৪০ ফুট। মন্দিরে থাকবে ২১২টি স্তম্ভ (প্রতি তলায় ১০৬টি করে)। স্তম্ভগুলি আবার তিন রকমের। একতলার স্তম্ভগুলি সাড়ে ১৬ ফুট লম্বা, আর দোতলার স্তম্ভগুলি হবে সাড়ে ১৪ ফুট। সাপোর্ট বেস হিসেবে কোনও ইস্পাত ব্যবহার করা হবে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্পূর্ণ মন্দিরটি নির্মাণে কমপক্ষে ১.৭৫ লাখ ঘন ফুট পাথরের প্রয়োজন হবে। মোট ছটি ভাগ থাকবে মন্দিরের- অগ্র দ্বার, সিংহ দ্বার, নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, পরিক্রমা এবং গর্ভগৃহ।

নির্মাণশৈলীর দিক থেকেও মন্দিরটি হবে অভিনব। মন্দিরে কোনও সিমেন্ট বালি বা লোহার ব্যবহার হবে না। পুরো মন্দিরটির ভার বহন করবে ৪ ফুট ৯ ইঞ্চি উঁচু একটি ‘ফাউন্ডেশন প্ল্যাটফর্ম’। গর্ভগৃহের ঠিক উপরেই ১৬ ফুট ৩ ইঞ্চির একটি বেদি তৈরি হবে, যার উপরে থাকবে রামের মূর্তি। আর এর উপরে তৈরি হবে ১৩২ ফুট উঁচু গম্বুজ। মন্দিরে থাকবে ২৪টি দরজা।