Monday, April 29, 2024
Latestরাজ্য​

কিছু অংশ প্রশ্নাতীত নয়, অযোধ্যা রায়ের পর মন্তব্য সিপিএমের

কলকাতা: শনিবার সুপ্রিম কোর্ট বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের রায় দিয়েছেন এবং মসজিদের জন্য আলাদা জায়গা দিতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছে। এ রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি এবং কংগ্রেস। কংগ্রেসও জানিয়েছে, তাঁরা রাম মন্দির নির্মাণের পক্ষে। তবে ঐতিহাসিক অযোধ্যা রায় ঘোষণার পরে সিপিএমের বক্তব্য, রায়ের কিছু অংশ প্রশ্নাতীত নয়।

সিপিএম বিবৃতি দিয়ে জানিয়েছে, এদিনের রায়ে শীর্ষ আদালত মেনে নিয়েছে ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসকারীরা আইন লঙ্ঘন করেছিল। এটি ফৌজদারি অপরাধ এবং ধর্মনিরপেক্ষ নীতির ওপর আঘাত। বাবরি ধ্বংস সংক্রান্ত মামলাকে আরও ত্বরান্বিত করা প্রয়োজন। ওই ঘটনায় দোষীদের শাস্তি পাওয়া উচিৎ।

সিপিএম বিবৃতিতে বলেছে, এদিনের রায়ের কিছু যুক্তি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। সিপিএম সর্বদা বলে এসেছে, আপসে মীমাংসা সম্ভব না হলে সমস্যা সমাধানে আইনি পথেই বিতর্কিত বিষয়ের সমাধান হওয়া যুক্তিপূর্ণ। এই রায়কে যেন কোনওরকম উস্কানিমূলক উদ্দেশ্যে কাজকর্মে ব্যবহার না হয়, সেদিক থেকে সচেতন থাকতে হবে। সীতারাম ইয়েচুরির পাশাপাশি সূর্যকান্ত মিশ্রও জনগণের উদ্দেশ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।