রাজ্যে বুলবুলের বলি ১০, রইল ক্ষতিগ্রস্থ এলাকার করুণ ছবি
কলকাতা: ১০ বছর আগের আয়লার স্মৃতি ফিরিয়ে আনল সদ্য হয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুল। বুলবুলের তাণ্ডবে এখনও পর্যন্ত রাজ্যে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যের প্রায় ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সাড়ে ২৯ হাজার ঘরবাড়়ির পুরোপুরি বা আংশিক ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির।
ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের প্রায় ৯৫০টি মোবাইল টাওয়ার। ফলে ওইসব এলাকায় ব্যপকভাবে বিঘ্নিত হয়েছে টেলি যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকায় ঝড়ের দাপটে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে এবং তার ছিঁড়ে গিয়েছে। ফলে বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত হয়েছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রী জাভেদ খান বলেছেন, ২.৭৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ৪৭১টি ত্রাণ শিবিরে ১.৭৮ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। রাজ্য খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ২,৪৭০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বসিরহাট মহকুমায় ৩,১০০ বাড়িঘর ভেঙে পড়েছে।
বুলবুলের তাণ্ডবে এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে বাংলাদেশের খুলনা, বাগেরহাট এবং পটুয়াখালি জেলায়। যদিও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ঝড়ের দাপটে দু’জনের মৃত্যু হয়েছে। উপকূলীয় জেলাগুলিতের ৫,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।