Monday, May 20, 2024
দেশ

বিনিয়োগের ক্ষেত্রে ভারত সেরা যোগীর উত্তরপ্রদেশ, দ্বিতীয় গুজরাট, মমতার বাংলা কত নম্বরে? জানলে চমকে উঠবেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এক সময় দেশি-বিদেশি বিনিয়োগ টানার ক্ষেত্রে দেশজুড়ে আলোচনায় ছিলো মোদীর গুজরাট। আর বর্তমানে এক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) সমীক্ষায় বলছে, ২০২২-২৩ সালে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সর্বাধিক সংখ্যক ব্যাঙ্ক-সহায়ক বিনিয়োগ প্রস্তাব পেয়েছে।

২০২২-২৩ অর্থবর্ষে মোট বিনিয়োগ প্রস্তাবের অর্ধেক দেশের মাত্র ৫টি রাজ্য পেয়েছে। সর্বোচ্চ বিনিয়োগ প্রস্তাব পেয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ, গুজরাট, ওড়িশা, মহারাষ্ট্র এবং কর্ণাটক।

তালিকায় নীচ থেকে ৫টি রাজ্য হলো– যথাক্রমে আসাম, গোয়া, কেরালা, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গ।

উত্তরপ্রদেশ ৪৫ প্রকল্পের জন্য ৪৩১৮০ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। যা মোট বিনিয়োগ সহায়তার ১৬.২ শতাংশ। গুজরাট পেয়েছে ৩৭৩১৭ কোটি টাকা, যা মোট বিনিয়োগের ১৪ শতাংশ। ওড়িশা পেয়েছ মোট বিনিয়োগের ১১.৮ শতাংশ, মহারাষ্ট্র ৭.৯ শতাংশ এবং কর্ণাটক ৭.৩ শতাংশ। এই ৫টি রাজ্য পেয়েছে মোট বিনিয়োগের ৫৭.২ শতাংশ অর্থ। মোট ২,০১,৭০০ কোটি টাকা।

তালিকায় অসম, গোয়া, কেরালা, হরিয়ানা নিচের দিকে রয়েছে। অসম পেয়েছে মাত্র ০.৭ শতাংশ, গোয়া ০.৮ শতাংশ, কেরালা ০.৯ শতাংশ এবং হরিয়ানা মাত্র ১ শতাংশ পেয়েছে। বিহার ১.৭ শতাংশ পেয়েছে। হরিয়ানা এবং পশ্চিমবঙ্গও অনেক বিনিয়োগ প্রকল্প পেতে ব্যর্থ হয়েছে, যা মোট প্রকল্পের প্রায় এক শতাংশ বা ২৬৬৫ কোটি টাকা। Indian Express