এবারের দুর্গা পুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘রাম মন্দির’; উদ্বোধন করবেন অমিত শাহ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজো। আর এবারের দুর্গা পুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারের বড় চমক। তাদের এবারের থিম ‘অযোধ্যার রাম মন্দির’। রাম মন্দিরের আদলেই সাজিয়ে তোলা হবে দুর্গা পুজো প্যান্ডেল। জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করবেন এই পুজোর।
শনিবার সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির থিমের উদ্বোধন করেন পুজো উদ্যোক্তারা। বিজেপি নেতা সজল ঘোষকে এ দিন দেখা যায় সেখানে।
সজল ঘোষ বলেন, ‘ক্লাবের পুজোয় সব রাজনৈতিক মতাদর্শের মানুষজন অংশ নেন। পুজোর থিমে তাই কোনও রাজনীতি নেই। প্রতি বছরই আমরা কারেন্ট টপিকের উপর পুজোর থিম করি। এবার অযোধ্যার রাম থিমকে বেছে নেওয়া হয়েছে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই কলকাতায় দুর্গাপুজোয় রাম মন্দিরের উদ্বোধন হবে।’