Thursday, May 9, 2024
FEATUREDদেশ

বুধবার সন্ধ্যায় চাঁদের মাটিতে পা রাখবে ভারত, সরাসরি দেখতে পাবেন ফেসবুকে, জানালো ইসরো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস তৈরি করতে চলেছে ভারত। সব ঠিক থাকলে বুধবার সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারতের চন্দ্রযান ৩। রবিবার চাঁদ ছুঁতে গিয়ে রাশিয়ার স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। 


ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, চাঁদের আরও কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। 

ইসরোর টুইটে জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নামবে ভারতের মহাকাশযান। ইসরোর ওয়েবসাইট (isro.gov.in), ফেসবুক (facebook.com/ISRO), ইউটিউবে (youtube.com/watch?v=DLA_64yz8Ss…) চন্দ্রযান ৩-এর অবতরণের সরাসরি সম্প্রচার করা হবে।