Sunday, May 19, 2024
রাজ্য​

বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে গো-হত্যা বন্ধ হবেঃ যোগী আদিত্যনাথ

বাঁকুড়াঃ একুশের বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসকদল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)। তিনি বলেন, ‘বিজেপির দৌলতেই আজ বাংলায় রামনাম হচ্ছে। হারের ভয় পেয়েই মমতাকে চন্ডীপাঠ করতে হচ্ছে, মন্দিরে ছুটতে হচ্ছে। এই কৃতিত্ব বিজেপির। এটাই তো পরিবর্তন।

যোগী আদিত্যনাথ বলেন, সংস্কৃতির পীঠস্থান বাংলা। কিন্তু সেই বাংলার অবস্থা এখন কেমন তা সবার জানা। অরাজকতা চলছে, অপরাধ বেড়েছে। সেই জন্যই বাংলার মানুষ তৃণমূলকে হারিয়ে পরিবর্তন আনতে চাইছে। আদিত্যনাথ বলেন, রাম নাম সর্বত্র বিরাজমান। রাম নাম অপছন্দ করলে তাঁর কোথাও জায়গা নেই।

গো হত্যা এবং গরু পাচার ইস্যুতে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন যোগী আদিত্যনাথ। প্রকাশ্য মঞ্চ থেকেই তিনি বলেন, রাজ্যে গরু পাচারের সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে গো হত্যা বন্ধ করা হবে। এই বিষয়ে ইতিমধ্যেই আমরা অনেক পরিকল্পনা করেছি। উত্তরপ্রদেশে কেউ গো হত্যা করতে পারে না। ২০১৭ সালে আমাদের সরকার এসেছিল। তারপরেই গো হত্যা বন্ধ করা হয়। বিজেপিকে ক্ষমতায় আনুন, ২৪ ঘণ্টার মধ্যে বেআইনি কষাইখানা বন্ধ হবে, গরু পাচার বন্ধ করা হবে।

অনুপ্রবেশ ইস্যুতেও এদিন সুর চড়ান যোগী আদিত্যনাথ। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের মদতেই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঘটে। অনুপ্রবেশকারীরা অনায়াসে এ রাজ্যে বসবাসের সুযোগ পায়। অনুপ্রবেশকারীরা বাংলার গরীব মানুষের রেশনে ভাগ বসায়। সে কারণেই এ রাজ্যের মানুষ গরীবই থেকে যান।