বিধানসভা ভোটে রাজ্যে ৯৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে
কলকাতা: ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও অবাধ করতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ৯৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন।
বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশ প্রবেশ করতে পারবে না। গোটা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশ থাকবে বুথের ১০০ মিটার বাইরে। তবে প্রয়োজনে রাজ্য পুলিশের সাহায্য নিতে পারবে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি, আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখবে রাজ্য পুলিশই।
অর্থাৎ, বুথের ভিতর এবং প্রথম ১০০ মিটার পর্যন্ত পুরোটাই কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। পরবর্তী ১০০ মিটার তথা ভোটের লাইন দেখবে রাজ্য পুলিশ। ২৭ মার্চ প্রথম দফার সবকটি বুথকেই স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে বুথগুলির ২০০ মিটারের ভিতর কোনও রাজনৈতিক দল অস্থায়ী ক্যাম্প তৈরি করতে পারবে না।
নির্বাচন কমিশন সূত্রে খবর, বর্তমানে রাজ্যে ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আগামী ২৫ মার্চের মধ্যে আরও ২১০ কোম্পানি আধা সেনা রাজ্যে আসবে। উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে সাধারণ অবজারভার ছিল ১৬০ জন, পুলিশ অবজারভার ছিল ৩১ জন। সেখানে ২০২১ বিধানসভা নির্বাচনে ৫৫ জন পুলিশ অবজারভার এবং ২০৯ জন সাধারণ অবজারভার দায়িত্বে থাকবেন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

