Sunday, May 19, 2024
দেশ

রাষ্ট্রপুঞ্জে ফের মুখ পুড়ল পাকিস্তান-চিনের, ভারতকে সমর্থন চার স্থায়ী সদস্য দেশের

নিউইয়র্ক: রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে চিন ছাড়া কাউকে পাশে পেল না পাকিস্তান। চিন ছাড়া বাকিরা জানিয়ে দিল, কাশ্মীর ভারত-পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করেছে চিন। কিন্তু বাকি চার স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন পাশে দাঁড়িয়েছে ভারতের। তাঁরা মনে করে, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় কাশ্মীর।

রাশিয়ার প্রতিনিধি জানান, ভারত-পাকিস্তানের স্থিতাবস্থার পক্ষে রাশিয়া। তাঁরা মনে করে ১৯৭২ সালের সিমলা চুক্তি মেনে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিত। কেউ আমাদের শত্রু নয়, উভয় দেশের সঙ্গেই আমাদের সুসম্পর্ক বজায় থাকবে। আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনও একই যুক্তি দেখিয়েছে। একমাত্র পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চিন। পাকিস্তানের সমর্থনে চিন বলছে, ভারত অনৈতিকভাবে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছে।

যদিও চিনকে ভারত ইতিমধ্যেই সাফ জানিয়ে দিয়েছে, কাশ্মীর পুরোপুরিই ভারতের অভ্যন্তরীণ বিষয়। রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি আকবরউদ্দিনও জানিয়ে দেন, সংবিধানের ৩৭০ ধারা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানকার মানুষের উন্নয়নের জন্যই বাতিল করা হয়েছে। পাকিস্তান অযথা এর মধ্যে নাক গলাচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভাগ করার ঘোষণা করা হয়েছে।