Sunday, March 16, 2025
দেশ

রাষ্ট্রপুঞ্জে জোর ধাক্কা খেল পাকিস্তান, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়

নিউইয়র্ক: ৩৭০ ধারা নিয়ে ভারতের অবস্থান যা ছিল, সেটাই থাকবে, এবং এটি পুরোপুরিই অভ্যন্তরীণ বিষয়। জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহারের পর রাষ্ট্রসংঘের রুদ্ধদ্বার বৈঠকের পর প্রতিক্রিয়া দিল এমনটাই জানাল ভারত।

চিনের সমর্থনে পাকিস্তানের তরফে ‘রুদ্ধদ্বার আলোচনার’ আবেদনের পরেই, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়। রাষ্ট্রসংঘে নিরাপত্তা বিষয়ক দফতরে ভারতের স্থায়ী দূত সৈয়দ আকবরউদ্দিন বলেন, জম্মু ও কাশ্মীর থেকে ধীরে ধীরে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে বদ্ধপরিকর সরকার এবং স্বাভাবিক অবস্থায় ফেরার পদক্ষেপ করছে সরকার।

আকবরউদ্দিন বলেন, অন্য কোনও বিষয় নেই, ভারত সরকারের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্ত এবং আমাদের আইনসভা সুনিশ্চিত করতে চায়, যাতে ভালো পরিষেবা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন পৌঁছে দেওয়া যায় জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বাসিন্দাদের।

আকবরউদ্দিন অভিযোগ করেন, কাশ্মীর আমাদের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তান অযথা এর মধ্যে নাক গলাচ্ছে। তিনি বলেন, কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা দেশের স্বার্থে, কাশ্মীরের মানুষের স্বার্থেই নেওয়া।

পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে আকবরউদ্দিন বলেন, পাকিস্তান বরং সন্ত্রাস বন্ধ করে, শিমলা চুক্তি মেনে চলুক। পাকিস্তান কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক স্তরে যে ছবি তুলে ধরতে চাইছে, তা প্রকৃত সত্য থেকে বহুদূরে। পাকিস্তানের নাম না করে তিনি বলেন, উদ্বেগের বিষয় হল, জিহাদ শব্দটি ব্যবহার করছে একটি রাষ্ট্র। আর তাদের নেতারা ভারতে সন্ত্রাসে মদত দিচ্ছে।