Tuesday, May 14, 2024
আন্তর্জাতিক

আমেরিকায় করোনা আক্রান্ত ১৩,৬৯,৯৪৩ জন; মৃত্যু ৮০,৮৪৬ জনের

ওয়াশিংটন: ভারতীয় অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট পর্যন্ত গোটা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ১৭ হাজার ৩৪৮ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৭৩২ জনের। সেরে উঠেছেন প্রায় ১৫ লাখ ৬ হাজার ৩৬৮ জন মানুষ।

করোনার মারণ ছোবলে শোচনীয় অবস্থা আমেরিকার। দেশটিতে করোনায় মৃত্যু ৮০ হাজার ৮৪৬ জন। আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৯ হাজার ৯৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। যা মার্চের পর সর্বনিম্ন।

করোনার পাশাপাশি জীবন আর জীবিকা বাঁচানোর লড়াইয়েও বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকাবাসী। টানা দীর্ঘ লকডাউনে জেরে এরই মাঝে চাকরি হারিয়েছে আমেরিকার বিশাল এক জনগোষ্ঠী। ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। এ অবস্থা কাটিয়ে উঠতে মৃত্যু মিছিলের মাঝেও কিছু কিছু জায়গায় লকডাউন শিথিল করার কথা ভাবছেন মার্কিন নেতারা।

উল্লেখ্য, আমেরিকায় যখন করোনা মহামারি ছড়িয়ে পড়তে শুরু করে, সে সময়ই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, করোনায় এক লাখেরও বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে।