Monday, April 29, 2024
দেশ

করোনা যেন গ্রামে না ছড়ায়, বৈঠকে মুখ্যমন্ত্রীদের বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সোমবার বেলা ৩ টা থেকে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক যোগদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে মোদী বলেন, যে যেখানে আছে, তাঁকে সেখানেই রাখার উপর জোর দিয়েছি আমরা। কিন্তু মানুষ তাঁর বাড়ি যেতে চাইবে এটা তাঁদের মানবপ্রবৃত্তি। তাই আমাদের কিছু সিদ্ধান্ত বদল করতে হয়েছে। তা সত্ত্বেও আমাদের এটা নিশ্চিত করতে হবে যে যাতে করোনাভাইরাসের সংক্রমণ আর না ছড়ায় এবং গ্রামে যেন ছড়িয়ে না পড়ে। এটাই আমাদের বড় চ্যালেঞ্জ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে প্রশাসন আপাতত চেষ্টা করছে। ১৭ তারিখের পর থেকে লকডাউনের বেশ কিছু বিধিনিষেধে বদল আনতে, যাতে সাধারণ মানুষকে কিছুটা ছাড় দেওয়া যায়। আমাদের এখন লক্ষ্য হবে একটাই, যাতে সহজে গ্রামের মানুষ বাড়ি ফিরতে পারেন।

মোদী বলেন, করোনা মোকাবিলায় এখনও পর্যন্ত দেশের সকল রাজ্য সফলভাবে তাঁদের লড়াই চালিয়েছি। তাঁরা তাঁদের দায়িত্ব সম্পর্কে অবগত এবং এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় যথাযথ দায়িত্ব পালন করেছে। আমাদের স্বাস্থ্যবিধির কড়াকড়ি বা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সেটা না করতে পালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

দেশের অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিভাবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামলানো যায়, তা নিয়েও রাজ্যগুলির চিন্তাভাবনা করা দরকার। আর সেই সিদ্ধান্ত কেন্দ্রের ভাগ করে নিতে বলেন তিনি।

উল্লেখ্য, আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়িয়েছে অন্ধ্রপ্রদেশের কেসিআর সরকার। এদিন তিনি লকডাউনের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেন। পাশাপাশি, অসম-সহ উত্তরপূর্বের রাজ্যগুলির লকডাউন বাড়ানোর দাবি জানায়।