Saturday, May 18, 2024
দেশ

প্রত্যেক ভারতীয়র অন্তত একবার কলকাতার দুর্গাপুজো দেখা উচিৎ: প্রধানমন্ত্রী মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বিশ্ব দরবারে। ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল কলকাতার দুর্গাপুজো। এই খবরে খুশির হাওয়া বাঙালির মনে। এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

টুইটে বাংলায় প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রত্যেক ভারতীয়ের জন্য গর্ব ও আনন্দের বিষয়! দুর্গাপূজা আমাদের সাংস্কৃতিক ও আত্মিক বৈশিষ্ট্যর শ্রেষ্ঠ দিকগুলিকে তুলে ধরে। আর, কলকাতার দুর্গাপূজার অভিজ্ঞতা প্রত্যেকের থাকা উচিৎ।”


১৩-১৮ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে ইন্টারগভর্নমেন্ট কমিটির ১৬তম অধিবেশন বসেছে। সেই অধিবেশনেই কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হল। বুধবার বিকেলে ইউনেস্কো এক টুইট বার্তায় এই খবর জানিয়েছে।

ইউনেস্কো লিখেছে, ‘ধর্ম এবং শিল্পকলার মেলবন্ধনের উদাহরণ দুর্গোৎসব। শিল্পী, ডিজাইনারের প্রতিভায় এই উৎসব সমৃদ্ধ হয়। উৎসবকে কেন্দ্র করে শহর ও শহরতলিতে বৃহৎ আর্ট ইনস্টলেশন এবং প্যাভেলিয়ন তৈরি হয়। সঙ্গে বাজে ঐতিহ্যবাহী ঢাকের বাদ্যি। আরাধনা করা হয় দেবী দুর্গার। জাত-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সকলেই উৎসবের দিনগুলিতে আনন্দে মেতে ওঠেন। বৈচিত্র্যের মাঝে ঐক্যর ছোঁয়া দেখা যায়।

উল্লেখ্য, দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ ঘোষণার দাবি ছিল অনেকদিন ধরেই। সেই দাবি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে চিঠি দেয়। সেই দাবি মেনে নিয়ে কেন্দ্র ইউনেস্কোর কাছে চিঠি দেয়। ইন্টারগভর্নমেন্ট কমিটির ১৬তম অধিবেশনে সেই দাবি খতিয়ে দেখে কলকাতার দুর্গাপুজোকে ইনট্যানজিবল হেরিটেজ (Intangible Cultural Heritage of Humanity) ঘোষণা করল ইউনেস্কো (UNESCO)।