Sunday, May 5, 2024
Latestকলকাতা

বাংলার মুকুটে নয়া পালক, হেরিটেজ তকমা পেল দুর্গাপুজো, উচ্ছ্বসিত মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলার মুকুটে নয়া পালক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেল। বুধবার ইউনেস্কোর টুইট করে এই খবর জানানো হয়েছে। এই খবরে উচ্ছাস প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বিকালে এই ঘোষণার পরে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাংলার জন্য গর্বের মুহূর্ত! বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের জন্য উৎসবের থেকেও বেশি কিছু কলকাতার দুর্গাপুজো। এটি একটি আবেগ, যা সকলকে জড়িয়ে রাখে এক সঙ্গে। আর এখন ইউনেস্কোর Intangible Cultural Heritage of Humanity-এর তালিকায় স্থান পেল কলকাতার দুর্গাপুজো। আমাদের আনন্দের সীমা নেই।’


ইউনেস্কো দুর্গাপুজোকে মানবতার ঐতিহ্য বলে উল্লেখ করেছে। প্রতিবছরই কলকাতার দুর্গাপুজোয় ভিড় করেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। বিদেশ থেকেও পর্যটক আসেন। জাতি, ধর্ম, বর্ণ, ধনী-গরীব নির্বিশেষে সকলে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে দুর্গাপুজো উপভোগ করেন।

১৩ ডিসেম্বর প্যারিসে বসেছে ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্ট কমিটির ১৬তম অধিবেশন। সেই অধিবেশনে আবেদন খতিয়ে দেখে বাঙালির দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করল ইউনেস্কো।