Wednesday, May 15, 2024
দেশ

প্রজাতন্ত্র দিবসের সকালে সেনার গুলিতে খতম ২ জইশ জঙ্গি

শ্রীনগর: প্রজাতন্ত্র দিবসের সকালেই উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। শ্রীনগর খোনমোহ গ্রামের এক বাসিন্দার বাড়িতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেতেই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। লুকিয়ে থাকা একাধিক জঙ্গি সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও। আর সেনার গুলিতে নিকেশ হয় দু’‌জন জঙ্গি। খতম হওয়া জঙ্গিরা জইশ ই মহম্মদের বলে জানা গিয়েছে। জঙ্গিদের গুলিতে তিন সেনা জখম হয়েছেন। নিহত জঙ্গিদের থেকে এক-৪৭ সহ বেশ কেয়কটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

সেনা সূত্রে খবর, নিহত জইশ জঙ্গিরা শ্রীনগরেই নাশকতার ছক করেছিল। এখনও শ্রীনগর জুড়ে টহলদারি চালাচ্ছে ৫০ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশ বাহিনী। খোনমোহ গ্রামটি খালি করে দেওয়া হয়েছে। চলছে তল্লাশি অভিযান। আর কোনও জঙ্গি এখনও ওই এলাকায় লুকিয়ে রয়েছে কিনা তার খোঁজ চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার  অনন্তনাগে পুলিশের এক টহলদার বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। হামলায় এক পুলিশ কনস্টেবল আহত হন। অপর একটি ঘটনায় পুলওয়ামার তাহাবে সিআরপিএফের ক্যাম্পে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। উত্তর কাশ্মীরের সোপোর শহরে সিআরপিএফের বাঙ্কারের কাছেও আরও একটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরপরই খোনমোহ গ্রামে আশ্রয় নেয় জঙ্গিরা।