লোকসভা ভোটে দেশবাসীর আস্থা মোদীতেই, বলছে সমীক্ষা
নয়াদিল্লি: লোকসভা ভোটে এবার দিল্লি কার? কে বসবেন দিল্লির মসনদে? এনডিএ-র বিপরীতে মহাজোট। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কাজে কতটা খুশি দেশবাসী? ভোটের আগে ফার্স্টপোস্ট-নিউজ18বাংলা দেশজুড়ে একটি যৌথ সার্ভে করেছে। দেশের মানুষ সরাসরি জানিয়ে দিয়েছেন, তাঁদের মনে কী চলছে?
সমীক্ষা অনুযায়ী, সাড়ে ৪ বছর পর এখনও দেশের একটা বড় অংশ নরেন্দ্র মোদীতেই আস্থা রাখছে। ২০১৯-এর লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী দেখতে চেয়ে এগিয়ে রাখছে দেশের মানুষ। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
সমীক্ষার রিপোর্ট বলছে, নরেন্দ্র মোদীর উপর ৬৭.৫ শতাংশ এবং রাহুল গান্ধীর উপর ৪৯ শতাংশ আস্থা রয়েছে জনগণের। এছাড়া ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে ৫২.৮ শতাংশ, রাহুল গান্ধীকে ২৬.৯ শতাংশ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ৪.২ শতাংশ এবং মায়াবতীকে ২.৮ শতাংশ মানুষ দেখতে চান।
দেশের ২৩টি রাজ্যের ৩৪ হাজার ৪৭০ জনের মধ্যে সমীক্ষা চালানো হয়। ২০১৮ সালের ২০ নভেম্বর থেকে ২০১৯ সালের ৮ জানুয়ারি সার্ভে চালানো হয়। ৩৬ শতাংশ শহুরে ও ৬৪ শতাংশ গ্রামীণ মানুষের মধ্যে সমীক্ষাটি করা হয়।