Saturday, May 4, 2024
দেশ

ভারতে ওমিক্রন আক্রান্ত ২

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ভারতেও থাবা বসাল করোনার নয়া প্রজাতি ওমিক্রন (Omicron)। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, কর্ণাটকে দু’জন ওমিক্রন বা করোনাভাইরাসের বি.১.১.৫২৯ তে আক্রান্ত হয়েছেন। ব্যক্তিগত গোপনীয়তার জন্য ওই দুই ব্যক্তি কোন দেশ থেকে এসেছেন তা জানানো হয়নি। তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের ওপর নজরদারি চালানো হচ্ছে।

বৃহস্পতিবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেন, কর্ণাটকে দু’জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। ৩৭ টি ল্যাবের কনসর্টিয়াম তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আতঙ্কিত না হয়ে করোনা সুরক্ষা বিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডাঃ ভি কে পাল বলেন, কোন সময়ে বুস্টার ডোজ দেওয়া হবে তা পরীক্ষা করা হচ্ছে। সমস্ত প্রাপ্তবয়স্কদের উভয় ডোজ নিতে হবে। করোনার ওমিক্রন প্রজাতি যত্ন সহকারে পরীক্ষা করা হচ্ছে, এর ভিত্তিতে আন্তর্জাতিক ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা, বুস্টার ডোজ এবং পেডিয়াট্রিক ভ্যাকসিনেশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বৃহস্পতিবার বিমানবন্দর এবং বন্দর স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে প্রবেশের সমস্ত পয়েন্টে স্ক্রিনিং এবং নজরদারি নিয়ে বৈঠক করেছেন। স্বাস্থ্য মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কঠোর নজরদারি রাখতে এবং বিভিন্ন বিমানবন্দরের মাধ্যমে দেশে আগত আন্তর্জাতিক যাত্রীদের নজরে রাখার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আগত দু’জন করোনার ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) জানায়, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম বি.১.১.৫২৯ প্রজাতির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পাওয়া যায়।