Friday, May 3, 2024
দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট (narendramodi_in) হ্যাক করা হয়েছিল৷ একই সঙ্গে হ্যাকাররা হানা দেয় নরেন্দ্র মোদীর মোবাইল অ্যাপেও৷ বৃহস্পতিবার ভোর ৩টা ১৫ মিনিট নাগাদ হ্যাক করা হয়৷ উল্লেখ্য, মোদীর ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ২.৫ মিলিয়ন (২৫ লাখ)৷

হ্যাক করার পরে ওই টুইটার অ্যাকাউন্টে হ্যাকারা বার্তা দেয়, হ্যাঁ, অ্যাকাউন্টটি জন উইকের দ্বারা হ্যাক করা হয়েছে৷ আমরা Paytm মল হ্যাক করিনি৷ একাধিক টুইট করেছে হ্যাকাররা৷ ফলোয়ারদেরকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দান করতে৷

টুইটার অ্যাকাউন্টটি হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করা হয়েছে। হ্যাকারদের করা টুইটগুলি ডিলিট করে দেওয়া হয়েছে। টুইটার কর্তৃপক্ষ এই হ্যাকের ঘটনা স্বীকার করেছে। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এর আগে গত ১৬ জুলাই বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন, এলন মাস্ক, ওয়ারেন বাফেট, জেফ বেজস, কিম কারদাশিয়ান-সহ বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেন হ্যাকাররা৷ প্রত্যেকের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সির বিটকয়েন সম্পর্কিত স্ক্যাম টুইট করা হয়৷