Monday, November 17, 2025
দেশ

রাশিয়ার সঙ্গে সামরিক বৈঠক করতে মস্কো পৌঁছলেন রাজনাথ সিং, করমর্দনের জবাবে নমস্কার প্রতিরক্ষামন্ত্রীর

মস্কো: লাদাখ ইস্যুতে চিনের সঙ্গে উত্তেজনা এখন তুঙ্গে। এই আবহেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন যোগ দিতে রাশিয়া পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় দূতাবাসের তরফে টুইটে এই খবর জানানো হয়েছে।

করোনা কালে করমর্দনে ‘না’, নমস্কারের মাধ্যমেই স্বাগত জানানোর পথে হেঁটেছেন সব দেশের রাষ্ট্রনায়করাই। সেই ট্রেন্ডের ব্যতিক্রম হলো না রশিয়াতেও। রাশিয়ান অফিসার করমর্দনের জন্য হাত বাড়াতেই, নমস্কার জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এই সফরে এসসিও সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে আরও শক্তিশালী করলে একাধিক চুক্তি নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগুর সঙ্গে আলাদা করে বৈঠক করবেন রাজনাথ সিং।

এদিন মস্কো পৌঁছেই একটি ভিডিও টুইট করে রাজনাথ সিং লিখেছেন, মস্কো পৌঁছে গিয়েছি। রুশ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সার্গেই শোইগুর সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি। ভিডিওতে দেখা যায়, একজন রুশ আফিসার যখন করমর্দনের জন্য হাত বাড়াচ্ছেন, তখন রাজনাথ নমস্কার জানিয়ে বুঝিয়ে দিলেন করোনা আবহে নমস্কারই নিরাপদ।


চিন, পাকিস্তান-সহ এসসিও গোষ্ঠীর আট সদস্য দেশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে ঝুঁকি ও বিপদ এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে মোকাবিলা নিয়ে আলোচনা হওয়ার কথা। বর্তমানে পূর্ব লাদাখে ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। কারণ বৈঠকে উপস্থিত থাকবে ভারত ও চিনের প্রতিরক্ষামন্ত্রী।