Saturday, April 20, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 03 সেপ্টেম্বর

ইতিহাসে 03 সেপ্টেম্বর

1783- গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।

1856- মার্কিন স্থপতি লুইস হেনরি সালিভ্যান জন্মগ্রহণ করেন।

1859- মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।

1866- জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।

1918- চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা।

1918- ঐতিহাসিক দামেস্ক শহর বৃটিশ সেনারা দখল করে নেয়।

1926- ভারতীয় চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার জন্মগ্রহণ করেন।

1963- আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিস মৃত্যুবরণ করেন।

1976- ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়।