Thursday, May 16, 2024
দেশ

‘নোট থেকেও এবার বাপুর ছবি সরিয়ে দিন’, ডিজিটাল কারেন্সি ইস্যুতে কেন্দ্রকে কটাক্ষ মহাত্মার প্রপৌত্রের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সম্প্রতি ডিজিটাল কারেন্সি চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। কিন্তু তাতে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি নেই। এতেই বেজায় চটেছেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেছেন, ‘ভারতীয় নোট থেকেও এবার মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে দেওয়া হোক।’

উল্লেখ্য, আরবিআই ডিসেম্বরের শুরুতে ভারতের ডিজিটাল মুদ্রা চালু করেছে। নতুন চালু হওয়া ই-নোট থেকে মহাত্মা গান্ধীর ছবি রাখা হয়নি। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন তুষার গান্ধী। টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচক বলে পরিচিত তুষার গান্ধী। এর আগেও একাধিক বিষয়ে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করেছেন তিনি।

তুষার গান্ধী এর আগে অভিযোগ করেছিলেন, ‘কেন্দ্রীয় সরকার সাড়ম্বরে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালন করলেও আদতে তারা বাপুর নীতি ও আদর্শকে ভুলিয়ে দিতে চায় দেশবাসীর মন থেকে।’

ভারতীয় মুদ্রায় দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের ছবি ছাপার আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অক্টোবরের শুরুতে কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মহাত্মা গান্ধীর ছবির সাথে নতুন মুদ্রার নোটে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের ছবি মুদ্রিত করার আবেদন করেছিলেন।

ভারতের নগদ-নির্ভর অর্থনীতিকে পুনর্নির্মাণে ডিসেম্বরে, নগদ অর্থ থেকে ডিজিটাল রুপি/মুদ্রা/ই-রুপি চালু করা হয়েছে। এই মাসের শুরুতে আরবিআই মুম্বাই, নয়াদিল্লি, বেঙ্গালুরু এবং ভুবনেশ্বরে ডিজিটাল মুদ্রা চালু করেছে। মূলত আরবিআই ভারতকে নগদ নির্ভর অর্থনীতি থেকে সরিয়ে ডিজিটাল অর্থনীতির দিকে নিয়ে যেতে চাইছে।