Wednesday, May 15, 2024
দেশ

মহারাষ্ট্রেও লাগু করা হবে লাভ জিহাদ আইন: দেবেন্দ্র ফড়নবিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার মহারাষ্ট্রেও লাগু করা হবে লাভ জিহাদ আইন। মঙ্গলবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতো মহারাষ্ট্রেও ‘লাভ জিহাদ’ আইন আনা হবে। অন্য রাজ্যের আইন খতিয়ে দেখে মহারাষ্ট্র সরকার আইনটি তৈরি করবে। কঠোর লাভ জিহাদ আইন লাগু করা হবে রাজ্যে।’

বিজেপির অভিযোগ, মুসলিম যুবকরা ‘জিহাদ’ করে হিন্দু মেয়েদের প্রতারণা করে ফাঁদ পাতছে। বিয়ের পরে ধর্মান্তর করা হচ্ছে। ফড়নবিশ বলেন, ‘ভিন্ন ধর্মের বিয়ে বা প্রেম এক ধরনের চক্রান্ত। মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে এটা হচ্ছে শ্রদ্ধা ওয়ালকরের নৃশংস খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। দলের বিধায়ক অতুল ভাটখালকার এবং আশিষ শেলার বিধানসভায় শ্রদ্ধার খুনের ঘটনাকে তুলে ধরে লাভ জিহাদ বন্ধের জন্য আইন প্রণয়নের দাবি করেন। 

উল্লেখ্য, আফতাব আমিন পুনাওয়ালা তার প্রেমিকা শ্রদ্ধাকে নিশংস ভাবে খুন করেন। মৃত প্রেমিকার দেহের ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল আফতাব। এই ঘটনায় কাহিনী শুনে গোটা দেশ শিউরে ওঠে।

প্রসঙ্গত, ইতিমধ্যেই বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে লাভ জিহাদ আইন প্রণয়ন করা হয়েছে।